Poetry in Bengali
|
রিজওয়ানুল ইসলাম রুদ্র মন্ত্রএতটা কাছে এসে হঠাৎ চেনা মানুষের দীর্ঘশ্বাস বুনোগোলাপের ডানায় জলের দানার মতো লেগে থাকে... জীবনের পুরনো স্বাদ মুগ্ধ নক্ষত্রের সাথে প্রাচীন আকাশে সেদিনের নির্জীব শিশুটির হাতের রং-তুলি আঁকা ছবির ভেতর জেগে ওঠে। স্বপ্ন-উৎসবের রঙিন ফানুস বারান্দার বেলীফুলের পাতায় অবিনত বৃষ্টির মতো ঝরে পড়ে... অশীতিপর বৃদ্ধার তৃষ্ণার্ত ঠোঁট অমরত্ব খুঁজে বেড়ায়...অন্তহীন শূন্যতায়; অরুন্ধতী নিঃসঙ্গতার পাশে। অন্ধকারের রঙে হারিয়ে গিয়ে নিজের পরাবাস্তব প্রতিবিম্ব দেখে চমকে ওঠে: যাযাবর মানুষের হাত; ক্রমাগত অপেক্ষার শীতলতায় জমে তা বরফখণ্ডে পরিণত হয়! ক্রমশ অচেনা হতে শুরু করে—ব্রুনফেলসিয়া ফুলের রং। নস্টালজিক পৃথিবীর শেষপ্রান্তে পৌঁছে বিমর্ষ পথিক ফিরে তাকায়। শেষবারের মতো জীবনকে ছুঁয়ে দেখার আকাক্সক্ষায়...নির্লিপ্ত পুরোহিত অপার্থিব জগতের হাতছানিতে ভুলতে শুরু করে মন্ত্রমুগ্ধ পৃথিবীর রূপ। স্বর্গের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সে এক মনে অপত্য নিঃসঙ্গতার মন্ত্র পাঠ করে। বহুদিন যার কপালে হাত রাখেনি কোনো স্নেহময়ী রমণী, মৃত্যু-মন্ত্রে সে-ই তো নিখোঁজ হতে পারে... |