Poetry in Bengali
|
মনসুর আজিজ শান্তির সাদা পতাকাসাদা হাঁসের মতো মেঘেরা খেলা করে আকাশেকাল মেঘ ধাওয়া করে কখনও মেঘের গর্জন, ঝড়... লণ্ডভণ্ড পৃথিবী বিরান শস্যের সামিয়ানা। দু’ফোঁটা অশ্র“ গণ্ড বেয়ে ঝরে যায় হাবিয়া দোজখ ভাসে কৃষকের সামনে আর বারুদের কালো মেঘ, বুলেটের বৃষ্টি বাজের মতো গ্রেনেড ফাটে কখনও তার চেয়ে বিকট শব্দে মাটি পুড়ে যায়, কখনও মানুষ পৃথিবীটা অগ্নিগিরি, জ্বালামুখ খুলে যায় চারদিকে নির্দয় পাষাণেরা নেচে ওঠে আদিম উল্লাসে আগ্নেয়গিরির জ্বালামুখে চেপে দেয় মানুষের কড়াই নরমাংসের স্বাদে তোলে তৃপ্তির ঢেকুর। শুধু শান্তিবাদী মানুষেরা পৃথিবীর পাদপিঠ চুমু খেয়ে উড়িয়ে দেয় শান্তির সাদা পতাকা। |