Poetry in Bengali
|
রবিউল মানিক স্বতন্ত্র ধারার সনেট-১পড়ন্ত বিকেলে আরক্তিম গোধূলীতে বলেছিলে—এক জীবনের কতটুকু ভালোবাসা দিতে পারো সমকাল থেকে নৈঃশব্দ পেরিয়ে এসে নিসর্গের মুখোমুখি দাঁড়িয়ে বল্লাম: নিও অযুত নিযুত; সহস্র-কোটিও নয় মহাকালে অসামান্য দিলে— সঞ্চয়িত ভালোবাসা পেয়ে তৃষ্ণা মিটেছে কি কারো; রসালো ঠোঁটের বৃষ্টি অকৃত্রিম খোলা আবেগের উত্তরাধুনিক দস্যু লুটে নেয় জৈবনিক প্রেম ইতিহাসের মহাসড়কে পিষ্ট হয় মানবতা বিলের শাপলা কুমারীর ঋতু-রক্তের মতোন জ্বলে, উড়ন্ত ঈগল, চিল হানে অব্যর্থ, নিখুঁত। আধুনিকতার শিক্ষা দেয় তবু অসভ্য হারেম; মানুষ, জল্লাদ পাঠ দেয় অশ্রাব্য মানবিকতা মানবী, সঞ্চিত—আজীবন¬; পোড়ে স্মৃতি, পোড়ে মন! স্বতন্ত্র ধারার সনেট-২নিস্তব্ধ শবের পাশে থেকে মৃত্যুবোধে নয়, গাঢ়জীবনবোধে আচ্ছন্ন; বিমর্ষ থেকেছি গোটা দিন, ভালোবাসা পাবার পরও মনে হয়েছে বিরহ কত সুখের মানবী! নীলাভ জোছনালোক রাতে— মনে হয় বর্ষণমুখর রাতের মতোন দৃঢ় চাওয়া কিছুতেই নেই। যুদ্ধ অপব্যয়ী, অর্থহীন— উপদ্বীপে অবিরত বয়ে যায় যুদ্ধের আবহ! সন্দেহের তীব্র বিষে নীলাভ উত্তরাধুনিকতা বিবর্তিত হয়ে যায় শিল্পকলা-কবিতা, মননে— মানব-স্বভাবে রয়ে যায় প্রাগৈতিহাসিকতার জিন, মূল্য বাড়ে নান্দনিক গোলাপের, পৃথিবীতে! ব্যর্থতায় অন্ধকারে মুখ লুকায় মানবিকতা সুষম সমাজ সাম্য মৈত্রী রচিত কবির স্বপ্নে ভার নিতে অপারগ হয় কদর্য, নিঃস্বতার। স্বতন্ত্র ধারার সনেট-৫উচ্ছেদের হরতালে ডোবে রাজপথ, পোড়ে গাড়িহিমবাহ চেপে বসে ক্ষমতাসীন ও হীনতার স্থায়ী গোপন বৈঠকে সত্য বিতাড়িত হয়ে যায় সিডরে বিলীন হয় জনপদ চোখের পলকে কামাসক্ত লালসায় প্রতারিত নির্বাক কিশোরী উদাস তাকিয়ে দ্যাখে: প্রজাপতি ডানার সঞ্চার সম্পদের মালিকানা চলে যায় অসুষমতায়। মানুষ নদীর কাছে নেয় চলমান জীবনের পাঠ, সমুদ্রের কাছে শেখে গভীরতা, উদারতা শিক্ষা দ্যায় নীলাকাশ; আদিমতা শেখে ঘূর্ণিঝড়ে দৃপ্তপদে জীবন এগিয়ে যায় জীবনের দিকে চিরকাল যেমন গিয়েছে; শেখে সবুজ বনের পেলবতা, মৌল পাঠশালা পৃথ্বী দিগন্তবিস্তৃতা সয় পাষাণ কালের চিহ্ন, প্রেম ঝরে ঝরে পড়ে। |