Poetry in Bengali
|
রাসেল আহমেদ অগ্নিদগ্ধমা, তুমি আমার পাশে শোওএই তো কম্বল; কম্বল টেনে নাও। তোমার কি শীত করছে, মা? আমার দারুণ শীত; অস্তিত্বে মজ্জায় শীত অর্বুদ কোষের মধ্যে শীতের কাঁপন। শরীরে আগুন লেগে শীত করছে, মা! মা, তুমি আমার পাশে শোও, একটু ঘুমাও— ঘুম ভেঙে গেলে দেখো আমিও সুস্থ। মিছিলশুধু তুমি ছিলে শুধু তুমি ছিলে শুধু তুমি ছিলে... আর কারো মুঠিভরা সাধ ছিলো না মিছিলে। |