Poetry in Bengali
|
নাজনীন সীমন অন্ধকারে একাঅন্ধকারে একা ওড়ে সাদা গাঙচিলসুনসান চারপাশ ঘন কালো জল নিচে ততোধিক কালো আকাশ মাথার উপরে ঝড়ো হাওয়া কাঁপায় শরীর এবং কম্পিত লোমকূপ বাঁচার একান্ত আশ্রয়টুকুও অভিশপ্ত নান্দনিকতা আছাড় খায় যত্রতত্র ভুল ভাঙে ঘুণ ধরা সময়ের আবছা আঁচড়ে হাকালুকি থেকে রকওয়ে বীচ লোহিত সাগর থেকে যমুনার থইথই অথবা চলন বিল থেকে কৃষ্ণ সাগরের ঢেউ কেবলই অন্ধকার, অনন্ত শূন্যতা আর শ্রান্ত গাঙচিলের এককী নিঃসঙ্গ পাখা ঝাপটানো। এখন শুধুএখন শুধু শোনার পালাশুনেই যাব যে যা বলে হুমকি ধামকি পাগলামি সব গাঁজার নেশায় মাতল দলে যাচ্ছে যখন যে যার মত এবং হচ্ছে হতাহত যুক্তিতর্কের ধার না ঘেঁষে বিদ্যে আছে কার যে কত দাঁড়িপাল্লায় মেপে ঝেপে করছে বমন তপ্ত লেপে তখন থাকে আর কি উপায় অর্বাচীনকে কেই বা বোঝায় সাধ্য কি আর তখন বল ভুল না করে মুচকি হেসে। |