|
Subscribe this Issue
|
|
Ordering a Hardcopy:
১.
সুজনেষু
হাসানআল আব্দুল্লাহ ভাই,
প্রীতিপূর্ণ নমস্কার, শুভেচ্ছা ও ভালোবাসা। পেলাম শব্দগুচ্ছ জুন ২০১১ সংখ্যা। এর আগেও সব সংখ্যাই পেয়েছি।
অনিবার্য কারণে প্রায় দু’বছর একটু বিচ্ছিন্ন ছিলাম মনে হয়। তবে নিয়মিত ভাবে আপনার কবিতা ছেপেছি ‘আজকের কবিতা’য়।
কালীকৃষ্ণ দা’র বাড়ি থেকে আপনার পাঠানো ২০০ ডলার সংগ্রহ করেছিলাম। নির্বাচিত কবিতা করেছি।
...শব্দগুচ্ছ-র অর্থানুকূল্যে বইটি হয়েছে, তা স্বীকার করা হয়েছে বইটিতে। দু’ কপি পাঠালাম।
কিছু কবিতা, পত্রিকা, বই-ও পাঠালাম। ভালো থাকুন। যোগাযোগ নিবিড় থাকুক।
প্রবীর দাস, শান্তি নিকেতন
৫ জুলাই, ২০১১
২.
সুজনেষু,
প্রতিবেশী বাংলাদেশ ছাড়া আর কোনো বিদেশের মাটিতে আমি লেখা পাঠাইনি; শুধু আপনার কাছেই পাঠালাম। আপনার পত্রিকার
বিশেষত্ব এই যে কবিতাটি ইংরেজীতেও অনূদিত হয়। হ্যাঁ, আমি এমনই একটি কাগজ খুঁজছিলাম। শেষে পেয়েছি আপনাকে।
অনুরাগ এবং আশায় তিনটি কবিতা পাঠালাম। এর আগে লেখা প্রকাশের জন্য কাউকেই অনুরোধ করিনি, কেননা অনেকেরই
অনেক রকম অসুবিধা থাকে; অনুরোধ করে বিপদে ফেলতে চাইনি। আপনাকে অনুরোধ করছি যেনো তিনটি কবিতাই প্রকাশিত
হয় এবং তার কপি আমি হাতে পাই।
ফাদার স্টিফেনকে অনুরোধ করেছিলাম আমার কবিতাগুলি অনুবাদ করে দিতে; দেননি। পরে বুঝেছি, কবিতা অনুবাদ
করতে পারে কেবল কবিই। রবীন্দ্রনাথ এ কারণেই গীতাঞ্জলী নিজেই অনুবাদ করেছিলেন, নিজের মতো করে।
নমস্কারান্তে— অনুরাগী,
সুভাষ রবিদাস, মুর্শিদাবাদ
২৮ জুন, ২০১১
৩.
ভালোবাসি শব্দগুচ্ছ, কবিতার জন্মদাগ, স্বতন্ত্র সনেট ইত্যাদি। আর ভালোবাসি হাসানআল আব্দুল্লাহকে।
শেখ দিনার, ঢাকা
২৬ আগষ্ট, ২০১১
৪.
প্রিয় ভাইয়া,
আমি শব্দগুচ্ছ হাতে পেয়েছি। পড়েও ফেলেছি সবটা। খুব খুব ভালো লাগলো। আরো ভালো লাগলো এতো
ব্যস্ততার মাঝেও আমাকে মনে রেখেছেন দেখে। সত্যিই খুব ভালো লাগছে। আর সংখ্যাটির কথা আলাদা
করে কি বলবো? সম্ভব হলে লিখে জানাবো। ভালো থাকবেন। শুভকামনা রইলো। আর হ্যাঁ, আপনার ছন্দ
নিয়ে লেখা বইটি [কবিতার ছন্দ, মাওলা ব্রাদার্স] আমার এক কবি বন্ধুর খুব মনে ধরেছে। ইনফ্যাক্ট,
বইটি এখন ওর কব্জায়।
মোজাফফর হোসেন, রাজশাহী
৫ আগষ্ট, ২০১১
৫.
শ্রদ্ধেয়
সম্পাদক হাসাআল আব্দুল্লাহ,
দাদা প্রথমেই আমার ভক্তি নম্র নমস্কার জানবেন। আমার এখন ৫২ বছর বয়স। এখন No Job
No Salary No Pension… বড়দিদি হাতখরচা বাবদ ১০০০ টাকা দেয়, এখন এক
দাদা বৌদির কাছে দু’বেলা দু’মুঠো ভাত খাই...।
চারখানা কবিতা পাঠালাম, আপনার শব্দগুচ্ছ পত্রিকাতে প্রকাশিত হলে খুশী হবো, আনন্দ পাবো,
মজা পাবো─এখন এই মুহূর্তে বড্ড গরীব তো, তাই নিজেকে ভীষণ ভাবে গুটিয়ে রাখি, গুটিয়ে থাকি।
যাক দাদা, নমস্কার ধন্যবাদ জানবেন, প্রাপ্তি সংবাদ দেবেন, এবং ছাপা হলে পত্রিকা অবশ্যই
পাঠাবেন, অধীর আগ্রহে থাকলাম।
ভালো থাকুন, ভালো রাখুন, ভালো ভাবুন, ভালো করুন।
বিনীত,
পল্লব বন্দ্যোপাধ্যায়, হাওড়া
২০ অক্টোবর, ২০১১
৬.
শ্রদ্ধেয় কবিদা,
কেমন আছেন? খুব ব্যস্ততায় নিশ্চয়ই কাটে প্রতিটি দিন আপনার। আমিও মাঝে মাঝে তাই-ই
ভাবি, এত্তো কিছু সামলান কিভাবে? শিক্ষকতা, সাহিত্য চর্চা, সভা, সেমিনার আরো কতো সব বিষয়ের
শাখা-প্রশাখায় সাবলীল বিচরণ আপনার। সত্যিই বাঙালী বাংলা সাহিত্য আপনাদের মতো মানুষের কাছে
ঋণী হয়ে থাকবে। খুব ভালো আপনি, আপনাদের পরিবারের সকলেই। আমার ছোটো ভাই কবিরুল ও
ওর পরিবারের সকলের সাথে ইতোমধ্যে আপনাদের দেখা সাক্ষাৎ হয়েছে জেনেছি, ওরাও খুব প্রশংসা
করছিলো আপনার। যে কোনো বিপদাপদে আমি ওকে বলেছি আপনাদের স্মরণাপন্ন হতে।
ভালো থাকবেন আপনারা সবাই।
শেখ কামরুল হাসান, যশোর
৩০ জুলাই, ২০১১
৭.
হাসানআল ভাই,
আপনাকে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমার দুটো কবিতা শব্দগুচ্ছ-এর মতো একটি
আন্তর্জাতিক পত্রিকার জন্য পছন্দ করায়। প্রসঙ্গত এই প্রথম আমার লেখা কবিতা কোনো আন্তর্জাতিক
পত্রিকায় স্থান পেলো। আমার অনুভূতি প্রকাশ করার ক্ষমতা নেই─নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন─
২৫ বছর পর আমি আবার লেখালেখির জগতে ফিরে এলাম এবং যেটুকু উৎকর্ষ আমার তার
পেছনে আপনার আন্তরিক সহযোগিতা এক বিশাল ভূমিকা রাখছে─এটি আমি জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখবো।
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা। পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থাকবেন।
শুভেচ্ছা সহ,
মুনীব রেজওয়ান, অস্ট্রেলিয়া
২৬ জুন, ২০১১
৮.
প্রিয় হাসানআল আব্দুল্লাহ,
সম্পাদক, শব্দগুচ্ছ, নিউইয়র্ক
মাননীয়েষু,
মহাপৃথিবী পত্রিকায় বিজ্ঞাপন দেখে আপনাকে চিঠি লিখছি। আপনার কাগজে প্রকাশের জন্য আমার কবিতা
পাঠালাম। বাংলা ওয়ার্ডে লেখার জন্য কোনো অসুবিধা হলে জানাবেন; আমি অভ্র-তে কপি করে আবার পাঠাবো।
আমার কবিতা আপনার ভালো লাগলে খুশী হবো। শুভেচ্ছা ও নমস্কার নেবেন,
ঊর্মিলা চক্রবর্তী, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, ভারত
২৬ জুলাই, ২০১১
৯.
সুপ্রিয় হাসান ভাই,
আপনার পরামর্শে অত্যন্ত উপকৃত হলাম। মনে হচ্ছিলো এমনই যেনো খুঁজছিলাম। আসলে
জীবনে কতো বিস্ময়কর ঘটনাই না ঘটে। খুব কুণ্ঠিত ভাবেই আপনার কাছে জিজ্ঞেস করেছি।
আপনার সাহায্যের হাত পেয়ে আমার প্রেরণা আরো বেড়ে গেলো।
যতোদূর সম্ভব বদ অভ্যাসগুলোকে সরাচ্ছি। সম্পাদনা করে আবার কি আপনাকে পাঠাবো?
আফরোজা আলম, ঢাকা
৬ সেম্পেম্বর, ২০১০
১০.
কাব্যবোদ্ধা,
আপনি আমাকে চিনবেন না, আমাদের মধ্যে কখনও কথা হয়নি। আপনার কাছে সাহায্য
চাই তবু। আশা করি নিরাশ করবেন না।
আমি উপমা, রূপক, উৎপ্রেক্ষা, অনুপ্রাস এ ধরনের অন্যান্য বিষয়গুলো কি, তার বিশদ
বিবরণ এবং সুলেখ্য এরকম কোনো অনলাইনের ব্লগ/নোট/রেফারেন্স থেকে পড়তে চাই।
আপনার জ্ঞাত কোনো সূত্র থাকলে আমাকে দেবেন এই কামনা রইলো।
বিরক্ত করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।
নিরন্ত শুভেচ্ছেন্তে,
সৈয়দ মাহবুব ওলি, ঢাকা
১১ সেপ্টেম্বর, ২০১১
১১.
শব্দগুচ্ছ থেকে আপনার ‘বেদখলে স্বতন্ত্র সনেট’ লেখাটি আমি আপনার অনুমতি ছাড়া ছেপেছি
দৈনিক জনতায়।
ফারুক আফিন্দি, ঢাকা
২১ সেপ্টেম্বর, ২০১১
|
|