|
|
|
শব্দপত্র
১.
প্রিয় হাসান ভাই,
শুভেচ্ছা নিবেন। আপনাকে আমি মনে রেখেছি। আমি জানি না, আমাকে আপনি চিনতে পারবেন কিনা। যদি আপনার স্মরণ কুঠুরিতে একটু ঠাঁই থাকে তাহলে জবাব পেলে নিজেকে ধন্য মনে করবো।
আপনার ‘শব্দগুচ্ছ’তে মাঝে মাঝে ঢুকি। ইংরেজী কম বুঝি বলে সেগুলো তেমন পড়া হয় না। তবে বাংলাগুলো ঠিকই পড়ি। শব্দগুচ্ছ ওয়েব পেজ এতই ভারী যে ওপেন হতে বেশ দেরি হয়।
গত তিনটি মাসে অনেক কবিতা পড়েছি। যেহেতু কবিতা লেখার ক্ষমতা নেই, তাই আমার জন্যে পড়াটাই উত্তম। মুক্তমনায় আপনি একটি সুন্দর কবিতা দিয়ে মন্তব্য করেছিলেন। কিন্তু সেটা যে কোথায় আছে, খুঁজে পাচ্ছি না। কবিতাটি ঈশ্বরের অস্তিত্ব বিষয়ক ছিল। সম্ভবত অভিজিৎ রায়কে মন্তব্য করতে গিয়ে কবিতাটির উল্লেখ করেছিলেন। কবিতাটি পেলে আমি মুখস্ত করবো।
এবার বইমেলায় নিশ্চয়ই আসছেন। আশা করি লম্বা চুলওয়ালা কবিকে দেখতে পারবো। কাছে ভিড়তে হয়তো পারবো না। আমার মত এক ক্ষুদ্র মানুষের পক্ষে আপনার মত এমন মহান কবির সান্নিধ্য পাওয়া যদিও ভাগ্যের ব্যাপার, তবুও কাছে যেতে সাহসে কুলাবে না।
আমার এ জীবনটা একদমই ব্যর্থ। আমার দ্বারা কিছুই হলো না। তাই শুধুমাত্র পাঠক হয়ে বাকি জীবনটা পার করে দেয়া ছাড়া আর কোনো গতি নেই। শব্দগুচ্ছ ছাড়া অন্য কোথাও আপনার ব্লগ থাকলে দয়া করে জানাবেন।
যাহোক, আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনায়Ñ
মাহফুজ হক, ঢাকা
৩১ জানুয়ারী, ২০১১
২.
আমি লস এঞ্জেলেসে থাকি। আজ ফেসবুকে এনওয়াইনিউজ৫২.কম এর লিঙ্ক থেকে আপনাকে আবিষ্কার করি, আপনার লেখা আগে পড়েছিলাম হয়তো কোনো পত্রিকায়। তবে আমি মুগ্ধ হয়েছি “শব্দগুচ্ছ” দেখে। এর কথা আগে জানতাম না। কয়েকটা ইস্যু দেখে আমার খুব ভালো লাগলো। নিজের জন্যে টুকটাক কিছু লিখি, এছাড়া বাংলা ভাষার জন্যে ভেতর থেকে খুব টানে। আমি তাড়াতাড়ি সদস্য হয়ে যাবো। আপনার পরিশ্রমে বাংলা ভাষা বিশ্বে ঠাঁই পাক।
হামিদা রহমান
১৩ মার্চ, ২০১১
৩.
শ্রদ্ধেয় এবং প্রিয় হাসান ভাই,
ভাল আছেন নিশ্চয়ই। চিঠিটি লিখছি আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য। বইমেলায় আপনি আপনার ‘কবিতার ছন্দ’ বইটি উপহার দিয়েছিলেন। আমি বরাবরই সামনাসামনি ধন্যবাদ দিতে পারি না। এ আমার সীমাবদ্ধতা। বইটি আমায় কতখানি উপকার করেছে, ব্যাখ্যা করতে পারব না। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
শব্দগুচ্ছ এই সংখ্যাটিও অন্যান্য সংখ্যাগুলোর মতই অসাধারণ লেগেছে। কয়েকটা কবিতা পাঠালাম; কেমন লাগল জানালে ভাল লাগবে। আপনার শুভ কামনায়—
রাসেল আহমেদ
৬ এপ্রিল, ২০১১
৪.
যে কাজ আপনি করে চলেছেন শব্দগুচ্ছর দ্বারা তার জন্য অভিনন্দন। ‘বিশ্ব কবিতার কয়েক ছত্র’ ছোটো হলেও ভালো লাগলো।
কুমার দ্বীপ
৯ মে, ২০১১
|
|