|
The 6th Shabdaguchha Biannual Poetry Award 2011
|
|
Shabdaguchha Poetry Award 2011
শব্দগুচ্ছ কবিতা পুরস্কার ২০১১ পেলেন জাহানারা পারভীন
উত্তরাধুনিক কবিতায় ৬ষ্ঠ বারের মতো দেয়া হলো শব্দগুচ্ছ কবিতা পুরস্কার। ২০১১ সালের এই পুরস্কার পেলেন ঢাকার কবি জাহানারা পারভীন। শব্দগুচ্ছ কবিতা পত্রিকায় প্রকাশিত তাঁর লেখার জন্যে তিনি এ পুরস্কার পেলেন। ১৭ ডিসেম্বর পত্রিকার অফিসে ৪০তম বিজয় দিবসের অনুষ্ঠানে শব্দগুচ্ছ-র পক্ষে এ পুরস্কার ঘোষণা করেন বিশেষ অতিথি বিবি বারকান। এর আগে ১ বৈশাখ ঘোষণা করা হয়েছিলো মনোনীত কবিদের নাম। এ বছর মনোনয়ন পেয়েছিলেন আশিস দাশ, জাহানারা পারভীন, কবির হুমায়ূন, রাসেল আহমেদ ও রেজওয়ানুল ইসলাম রুদ্র। আগামী ফেব্র“য়ারীতে ঢাকায় এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে কবিকে পুরস্কারের অর্থমূল্য ২০০ ডলার ও ক্রেস্ট তুলে দেয়া হবে।
পত্রিকার অফিসে বিজয় দিবসের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্ট্যানলি এইচ বারকান, নাজনীন সীমন, ফারুক আজম, মোহাম্মদ আতাউর রহমান, আবু রায়হান ও আব্দুল ফাত্তাহ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শব্দগুচ্ছ সম্পাদক হাসানআল আব্দুল্লাহ।
|
|