Back to Issue 47_48
Back to Front Page
Shabdaguchha: Logo
Issue 47/48 : January - June 2010 : Volume 12 No 3/4





    শব্দগুচ্ছ কবিতা পুরস্কার ২০০৯ তুলে দেয়া হলো কবি রহমান হেনরীর হাতে

    ১৬ ফেব্রুয়ারী পাবলিক লাইব্রেরীর সেমিনার কক্ষে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে উত্তরাধুনিক কবিতায় ৫ম শব্দগুচ্ছ পুরস্কার তুলে দেয়া হলো নব্বই দশকের উজ্জ্বল কবি রহমান হেনরীর হাতে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি সৈয়দ শামসুল হক, বিশেষ অতিথি ছিলেন অরুণাভ সরকার ও গোলাম মোর্তোজা। অনুষ্ঠান পরিচালনা করেন শব্দগুচ্ছ সম্পাদক হাসানআল আব্দুল্লাহ। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় পুরস্কার প্রাপ্ত কবিকে আন্তর্জাতিক কবিতা পত্রিকা শব্দগুচ্ছর পক্ষ থেকে ১৫ হাজার টাকা ও একটি ক্রেস্ট তুলে দেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ড. হুমায়ুন আজাদের স্ত্রী লোতিফা কোহিনূর, সৌমিত্র দেব, তারেক মাহমুদ ও খন্দোকার সোহেল। উল্লেখ্য শব্দগুচ্ছ পত্রিকায় প্রকাশিত কবিদের ভেতর থেকে প্রতি দু'বছর পরপর এ পুরস্কার দেয়া হয়।

Shabdaguchha, an International Bilingual Poetry Journal, edited by Hassanal Abdullah