|
Poetry in English/Translation
Yoon-Ho Cho
Meesoon Bae
Chung-Woong Bae
Ok-Bae Kim
Chang Yoon Lee
Hye-Shin Lim
Maria Bennett
|
|
শব্দগুচ্ছ’র সম্মান
সম্প্রতি ইন্টারনেট সূত্রে জানা যায় যে আন্তর্জাতিক দ্বিভাষিক কবিতা পত্রিকা 'শব্দগুচ্ছ'কে নিয়ে উইকিপিডিয়াতে একটি পেজ নির্মিত হয় এবং সেখানেও যথারীতি বাঙালীর পরম সম্পদ 'ঈর্ষা' এসে ভর করে। অতএব বেশ ক'জন উইকি ব্যবহারকারী নিজস্ব উদ্যোগে ঝাঁপিয়ে পড়েন পেজটি যথাসত্বর বন্ধ করার জন্যে। 'শব্দগুচ্ছ' যে কোনো প্রতিষ্ঠিত পত্রিকা নয় তা বর্ণনা করতে প্রায় দুই পৃষ্ঠার বিবরণ তুলে ধরেন ওইসব শুভানুধ্যায়ী! বলা হয়, "যদি 'শব্দগুচ্ছ'র ১২ বছরের উপরে প্রকাশনার প্রমাণ থাকে তবে 'সচলায়তন' ও 'সামহয়ারইন' এর মিলিয়ন পাঠক রয়েছে এবং এইসব পত্রিকা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করছে। অতএব 'শব্দগুচ্ছ'র আগে ওইসব পত্রিকা নিয়ে উইকিপিডিয়াতে প্রবন্ধ ছাপানো উচিৎ।" অন্যদিকে 'শব্দগুচ্ছ'র পক্ষে বলা হয়েছে, "এই পত্রিকাটি বাংলা ভাষার প্রথম ওয়েব ম্যাগাজিন, এবং বাংলা কবিতায় এর যথেষ্ট অবদান রয়েছে। ওয়েবে আছে ১৯৯৮ সাল থেকে।" ধারণা করা হয় যে উইকিপিডিয়ায় 'শব্দগুচ্ছ'র উপর প্রবন্ধের লেখক বাংলাদেশে বসবাসরত কোনো সাহিত্যরসিক; তিনি আবেদন জানান, "পেজটিকে টিকিয়ে রাখতে বিদেশে বসবাসরত বাঙলাভাষী কোনো বন্ধুর সহায়তা চাইছি।" কিন্তু সে সহায়তা তিনি পাননি; গল্পের 'ঈর্ষা' অতি দ্রুত 'শব্দগুচ্ছ'র পা ধরে উইকিপিডিয়া থেকে টেনে নামিয়ে নিয়েছে। উল্লেখ্য, উইকিপিডিয়া তথ্যনির্ভর একটি উন্মক্ত ওয়েবসাইট; তবে এখানে বাঙালীদের যতো 'গড্ডালিকাপ্রবাহ' ও 'ঈর্ষা'র প্রতিফলন দেখা যায়, অন্য কোনো জাতিগোষ্ঠির ক্ষেত্রে তা একেবারেই নেই বললে চলে।
|
|