শম্ভূ রক্ষিত আবু সাঈদ ওবায়দুল্লাহ আশিস দাশ নাজনীন সীমন রিজওয়ানুল ইসলাম রুদ্র অরুণ সেন পার্থ বন্দোপাধ্যায় লায়লা ফেরদৌস ইতু ইন্টারনেট সংস্করণ মুদ্রিত পত্রিকার সংক্ষেপিত অংশ। অতএব শব্দগুচ্ছর এই সংখ্যাটি ডাকযোগে পেতে হলে অনুগ্রহপূর্বক নিচে ক্লিক করে ওয়ার্ডার করুন। Get Hardcopy Back to Issue 41_42 Back to Front Page |
Issue 41/42 : July - December, 2008 : Volume 11 No 1/2 নাজনীন সীমন বহুদিন পর বহুদিন পর জ্বলে উঠি আবার পূর্ণাঙ্গ মানুষের মত, জীবন্ত কোষের সম্মিলনেও সুদীর্ঘ সময় মৃত্যুর উপত্যকায় নিঃসঙ্গ শীতঘুম শেষে আপদমস্তক জেগে উঠি অস্থি মজ্জা স্নায়ুতে প্রবল তৃষ্ণা নিয়ে দুমড়ে মুচড়ে ভেঙ্গে ভিজে নিঃশেষিত হই নিজের ভিতর নিজে, তন্নতন্ন করি যান্ত্রিক ব্যস্ততা, শতায়ু সভ্যতা ভেজে তুলি মুরগীর ডিমের মতন, নিসর্গের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাই ধীর পায়ে যদি খুঁজে পাই, মরুভূমির মরীচিকায় বারংবার হই বিভ্রান্ত বিধ্বংসী সেই রূপোর কাঠির খেৎাজে, অতঃপর প্রলেপ লাগানো কষ্টে হাত দিয়ে বুঝে যাই হ্যামিলনের বাঁশীওয়ালা হয়ে যাবতীয় দুঃখ শুষে নিচ্ছ সুগভীর যন্ত্রণার নির্জন চাতালে বসে। |