বাংলায় যাদের কবিতা ছাপা হয়েছে:

নানজীন সীমন
রিজওয়ানুল ইসলাম রুদ্র
প্রবীর দাস
প্রত্যুষপ্রসূণ ঘোষ
কবির হুমায়ূন
শিমুল সালাহ্‌উদ্দিন
রাসেল আহমেদ
আলোড়ন খীসা
মোস্তফা ইকবাল
মুহাম্মাদ হাসান ইমাম


























































Back to Issue 43_44
Back to Front Page
Shabdaguchha: Logo
Issue 43/44 : January - June, 2009 : Volume 11 No 3/4



নাজনীন সীমন

বন্ধ দরজায় মাতাল কড়া নাড়ে

বন্ধ দরজায় মাতাল কড়া নাড়ে,
আঁছড়ে ভেঙে যায় কঠিন শব্দরা।
অস্থি মজ্জা ও গভীর হাড়ে হাড়ে
ব্যথারা বেড়ে চলে--একানুবর্তিতা--

এবং কড়া নাড়ে বন্ধ দরাজায়
হাত পা ছুঁড়ে মারে ভীষণ ভঙ্গিতে
ভাসিয়ে চারপাশ অমোঘ সঙ্গীতে
ছোঁয়ায় কস্তুরী নিমেষে চলে যায়।

শুকনো পাতাগুলো বাতাস চুলকায়;
সাগর ডেকে যায়, পাহাড়ে উদ্বেগ।
দু'হাতে কেন তবু আমাকে ধরে রাখো
আকাশে ঝড় ওঠে তারারা ছলকায়?

কলসী ভরে তলো নিজের কুয়ো থেকে
অথবা হেঁটে যাও পাহাড়ী ঝরনায়;
দু'চোখে খুঁজে নাও যদিবা ক্ষুধাতুর--

নতুবা কাগজেই কলম পিষে যাও।
মাতাল কড়া নেড়ে বন্ধ দরজায়
দূরের ডাক আসে, আমাকে ছেড়ে দাও।

নিউইয়র্ক


রিজওয়ানুল ইসলাম রুদ্র

বন-ফায়ার

এত মৃত্যুর পরও ঈশ্বরের সাথে আমাদের ঘুমোতে হয় নক্ষত্রের বনে; তুলসী আর আফিমের জঙ্গলে, হ্রদের এপাশে রক্তাক্ত ফিলিস্তিন! পানিতে ভাসছে ইসরায়েলি শিশুর লাশ... রক্তে রঞ্জিত ছত্রপতি শিবাজি স্টেশন, হোটেল তাজ; বাতাসে বুনো বৃষ্টির গন্ধ, পাথরের উপত্যকায় নিজের কফিন খুড়ছে আফগানিস্তানি যুবক, নিহত নেশায় ডুবে আছে তার ধর্মান্ধ চোখ! এখনো ঈশ্বরের শুভ্র আয়নায় দেখি--ঊনিশ শ' একাত্তর, ২৫ মার্চ-কালোরাত, যে রাতের উৎস ছিলো গাঢ় অন্ধকার...এতো ধ্বংসের পরও ইতিহাস খুজে যেতে হয়, সেই পুরোনো ঈশ্বরের সাথে, ত্রস্ত পায়ে, ঘুম আর নগ্নতার বনে--এত দ্রোহের পর, এত অন্ধকার রাতের শোকার্ত মিছিলের ডাকে, অবাধ্য কুকুরের মতো নিজের উঠোনে জ্বালিয়ে রাখতেই হয়: প্রতিশোধের সোনালি আগুন।

ময়মনসিংহ


শিমুল সালাহ্‌উদ্দিন

জীবিতকালের গান

কল্পশক্তিহীন
অন্ধকার নারী শরীরের চেয়ে
কাম্য সহোদর-বুক-লগ্ন-ঘুম
নিঃসাড় চুমু দিয়ে বিশাখা ভাবনা জাগে
আঁধারের বিভোর অনুসরণ;
সোনার জলের মতো ছড়িয়ে বিছিয়ে থাকা
সকালের তুলে রোদ--
তেলহীন প্রদীপের শেষ কম্পন!

মনে পড়ে যায় বিগত রাতের তীব্র অন্ধকার
ক্রমাগত বর্তুল ভজনা লীলা চুপ
কানলগ্ন ফিসফিস--

'জ্বালাতে চাই যতোবার আলো
নিভে যায়;
এই বীজানু-জীবনে তোমার আসন
গভীর অন্ধকারে।'

জাহাঙ্গীরনগর






প্রকাশিত অন্যান্য কবিতাগুলো মূল পত্রিকায় পড়ুন...

Shabdaguchha, an International Bilingual Poetry Journal, edited by Hassanal Abdullah