|
শব্দগুচ্ছ কবিতা পুরস্কার/Shabdaguchha Poetry Award
নীতিমালা/Rules and Guidelines
Back to Front Page
|
|
Shabdaguchha Poetry Award Rules/Guidelines
- শব্দগুচ্ছ পুরস্কার প্রবর্তন করা হয় ২০০১ সালে।
নীতিমালা:
- ১. ২ বছর পর পর ১ জন কবি এ পুরস্কার পাবেন।
- ২. কবিকে এই দু'বছরের ভেতর শব্দগুচ্ছ-এ লিখতে হবে বা কবির কবিতা এই দু'বছরের এক বা একাধিক সংখ্যায় ছাপা হতে হবে।
- ৩. এই দু'বছরের ভেতর যে কবির লেখা শব্দগুচ্ছ-এ প্রকাশ পায়নি, তিনি বিবেচিত হবেন না।
- ৪. চার সদস্য বিশিষ্ট জুরি বোর্ড থাকবে, সম্পাদক হবেন বোর্ডের সমন্বায়ক।
- ৫. জুরি বোর্ডের প্রত্যেক সদস্য তিনজন কবিকে নমিনেশন দিতে পারবেন।
- ৬. জুরি বোর্ডের কোনো সদস্য নিজেকে, ইতিমধ্যে এই পুরস্কার যারা পেয়েছেন তাদের কাউকে এবং পত্রিকার সম্পাদককে নমিনেশন দিতে পারবেন না।
- ৭. সর্বোচ্চ নমিনেশন যে কবি পাবেন, তিনিই পুরস্কারের জন্যে চূড়ান্ত বলে গন্য হবেন।
- ৮. দুই বা ততোধিক কবি সমান সংখ্যক ভোট পেলে সম্পাদক একটি অতিরিক্ত ভোট দেবার ক্ষমতা পাবেন। সেই ভোটই নির্ধারণ করবে সে বছরের বিজয়ী কবিকে।
- ৯. ২০২১ সালে এই পুরস্কারের অর্থমূল্য ৫০০ ডলার ও একটি ক্রেস্ট।
- ১০. পুরস্কার ঘোষিত হবে প্রতি বিজোড় বছরের ১৬ ডিসেম্বর।
- ১১. বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে।
- Mail or write your questions/concerns to:
Shabdaguchha
85-22 85th Street
Woodhaven, NY 11421, USA
E-mail
|
|